লক্ষ্মীপুরে পিতা-পুত্র'র মাথা ফাটালো যুবলীগ
মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ হুমায়ুন কবির (৬০) ও তাঁর পুত্র সাইফুল ইসলাম (২২)কে বেদম মারধর করে মাথা ফাটানো'র অভিযোগ উঠেছে যুবলীগ নেতা মোঃ ইসলামের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত পিতা-পুত্র জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের হাসনাবাদ গ্রামের হাসানুলের চা-দোকানের সামনে এ হামলার শিকার হন তারা। রক্তাক্ত অবস্থা স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত মোঃ ইসলাম দক্ষিণ হামছাদি ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মজিবর আলীর ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত হুমায়ুন কবির বলেন, একটি পুকুরকে কেন্দ্র করে যুবলীগ নেতা ইসলাম, তার ছেলে সোহাগ ও তার ভাই তাজল ইসলাম আমাকে ও আমার ছেলেকে বেদম মারধর করে। আমরা তার সঠিক বিচার চাই।
হামলাকারী যুবলীগ নেতা ইসলাম মুঠোফোনে বলেন, আমাদের এলাকার এক জেলের (মাছ শিকারী'র) সাথে একটি পুকুরের বিষয় কথাবার্তা বলি। এসময় হুমায়ুন কবির হঠাৎ অশ্লীল ভাষায় গালি-গালাজ করে। তার সাথে আমার কথা-কাটাকাটি হয়েছে। পিতা-পুত্র'র মাথা কিভাবে ফেটেছে জানতে চাইলে সঠিক উত্তর দিতে পারেননি হামলাকারী ইসলাম।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি এ.কে.এম সালাহ উদ্দিন টিপু বলেন, দক্ষিণ হামছাদি ইউনিয়নের (৭নং ওয়ার্ড) যুবলীগের সভাপতি ইসলাম নয়, সেখানে রাজু নামে এক ব্যক্তি সভাপতি বলে দাবি টিপুর।
এদিকে সদর উপজেলা পশ্চিম যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু বলেন, যদি কেউ দলের প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে কাউকে মারধর করে তাহলে তদন্ত কমিটি গঠন করে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। যদি সেই সত্যিকারের অপরাধী হয়।
লক্ষ্মীপুর সদর (মডেল) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, মারা-মারির খবর পেয়ে সাথে-সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লেখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।