শিরোনাম

South east bank ad

ফিফা র‌্যাংকিয়ে ৪ ধাপ পিছিয়ে ১৮৮তম স্থানে বাংলাদেশ

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কোপা আমেরিকা, ইউরো কাপসহ সবমিলিয়ে তিন মাস পর র‌্যাংকিং আপডেট করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বিশ্বকাপ বাছাই পর্বে ভালো খেলতে না পারার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে।

সবশেষ বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা যায়, ৪ ধাপ পিছিয়ে ১৮৮তম স্থানে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। তাদের রেটিং পয়েন্ট কমেছে ৯টি। আগের আপডেট অনুসারে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯১৭। এবারের আপডেট অনুসারে রেটিং পয়েন্ট ৯০৯। অথচ, ভুটানের মতো দেশও র‌্যাংকিংয়ে এখন বাংলাদেশের চেয়ে এগিয়ে। তাদের রের্টিং ৯১১। এর আগেও ভুটানের রেটিং পয়েন্ট একই ছিল।

সবশেষ গত ২৭ মে ফিফা র‌্যাংকিং আপডেট হয়েছিল। এরপর বাংলাদেশ কাতারে গিয়ে খেলেছে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। তিন ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে ভারতের কাছে ২-০ এবং ওমানের কাছে ৩-০ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা।

গত তিন মাসে সারা বিশ্বে মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৩৪৮টি। ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। তবে ফ্রান্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে চলে এসেছে নেইমারের ব্রাজিল। ইউরো কাপজয়ী ইতালি এগিয়েছে দুই ধাপ। তারা এসেছে ৫ম স্থানে এবং কোপা আমেরিকা জয়ী মেসির আর্জেন্টিনাও এগিয়েছে দুই ধাপ। তারা রয়েছে ৬ষ্ঠ স্থানে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: