রেঞ্জে সামগ্রিক মূল্যায়নে রাজশাহী জেলা পুলিশ শ্রেষ্ঠ
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত অভিন্ন মানদন্ডের আলোকে দেশের সকল পুলিশ ইউনিট ও পুলিশ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করা হচ্ছে। এই অভিন্ন মানদন্ডের আলোকে বুধবার (১১ আগস্ট) অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই-২০২১ মাসের মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, মামলা নিষ্পত্তি, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গ্রেফতারী পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিস্পত্তি, ননএফআইআর প্রসিকিউশন, জিডি নিস্পত্তি, নারী ও শিশু হেল্প ডেস্কে সাড়াদান প্রভৃতি বিবেচনায় সামগ্রিক মূল্যায়নে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হওয়ার সম্মান অর্জন করেছে রাজশাহী জেলা পুলিশ। সেই সাথে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) মো. ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, রাজশাহী রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন- রাজশাহীর বাঘা থানায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন। বুধবার অনলাইনে অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন এই ঘোষণা দেন।
ডিআইজি দিক-নির্দেশনায় রাজশাহীর পুলিশ সুপারের নেতৃত্বে রাজশাহী জেলার আইন শৃংখলা ও নিরাপত্তা রক্ষা এবং জনবান্ধব পুলিশিং নিশিচতকরণে দিনরাত নিরলসভাবে করে যাচ্ছে জেলা পুলিশের অফিসার ও ফোর্সবৃন্দ।