শিরোনাম

South east bank ad

গফরগাঁও রেলওয়ে ষ্টেশন আধুনিকায়ন করা হবে : সচিব মো. সেলিম রেজা

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো, (গফরগাঁও) :

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে ষ্টেশন আধুনিকায়নের জন্য সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় গফরগাঁওসহ ৫৫টি রেলওয়ে ষ্টেশন আধুনিকায়ন হতে যাচ্ছে। সংবাদটি নিশ্চিত করে বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা।

বুধবার সকালে ময়মনসিংহ ও জামালপুর জেলা সফরে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতীকালে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গফরগাঁও রেলওয়ে ষ্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ষ্টেশন। শুধু গফরগাঁও নয় আশপাশের উপজেলাগুলোর ট্রেন যাত্রীরাও গফরগাঁও ষ্টেশন থেকে যাতায়াত করেন। সেই তুলনায় গফরগাঁও ষ্টেশনে যাত্রীসেবার মান ও সুযোগ সুবিধা আশানুরূপ নয়।তাই ফাহমী গোলন্দাজ বাবেল এমপি গফরগাঁও ষ্টেশনকে আধুনিকায়ন করতে ডিও লেটার দিয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।

মুজিব শতবর্ষে সরকার গফরগাঁও ষ্টেশনসহ ৫৫টি রেলওয়ে ষ্টেশন আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। ৫৫ টি রেলওয়ে ষ্টেশন আধুনিকায়ন প্রকল্পে সরকার গফরগাঁও রেলওয়ে ষ্টেশনকেও যুক্ত করে।

সচিবের আগমনে নিবার্হী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও গফরগাঁও রেলওয়ে কর্মচারীরা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: