শিরোনাম

South east bank ad

আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি ইমরান গ্রেপ্তার

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (সালথা) :

আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি ইমরান হোসেন নিজ এলাকা হতে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। ইমরান হোসেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামের মীর আব্দুল জলিলের ছেলে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, বিশ্বজিৎ হত্যার অন্যতম আসামি ইমরান হোসেন ওরফে ইমরান চর বিষ্ণুপুর এলাকায় আত্মগোপন করে আছেন। উক্ত সংবাদের ভিত্তিতে ফরিদপুর পুলিশ সুপারের দিকনির্দেশনায় ওসি সুব্রত গোলদারের নেতৃত্বে অফিসার-ফোর্স সহ মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে দশটার দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নং ০৭/১৩ ও সূত্রাপুর থানার মামলা নং ৮(১২)১২ এর গ্রেপ্তারি পরোয়ানা মূলে ফরিদপুর জেলার সদরপুর থানার চর বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইমরান হোসেন ওরফে ইমরান, পিতা- আব্দুল জলিল, মাতা- সুফিয়া বেগম, সাং চর চাঁদপুর, থানা- সদরপুর জেলা- ফরিদপুরকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। বিশ্বজিৎ হত্যা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। ২১ জন আসামির মধ্যে আট জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

গ্রেফতারকৃত আসামিকে বুধবার (১১ আগষ্ট) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালত, ফরিদপুরের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: