পুলিশের বিশেষ অভিযানে আটক-৫
জাকির হোসেন, (সালথা) :
ফরিদপুরের সালথা থানা পুলিশের বিশেষ অভিযানে সক্রিয় ৫ ডাকাত সদস্য আটক করা হয়েছে। তারা হলো, মোঃ সবুর মীর (৩৪), পিতা-মৃত হায়দার মীর, সাং-ছাগলদী, মোঃ ইয়ার আলী সরদার (৩৬), পিতা-মোঃ মুজাম সরদার, সাং-হাসনাহাটি, থানা-নগরকান্দা, মোঃ সাব্বির মাতু্ববর (১৯), পিতা-সাখাওয়াত মাতুব্বর, সাং-হিয়াবলদী, থানা-নগরকান্দা, মোঃ ইব্রাহিম হোসেন (৩২), পিতা-হেলাল হোসেন ওরফে মনা মোল্যা, সাং-ছাগলদী, থানা-নগরকান্দা, সর্বজেলা-ফরিদপুর। অপর ডাকাত সদস্য শেখ মোশারফ (৩০), পিতা-শেখ সাহিদ সাং-চর কমালাপুর ঘাট, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর।
মঙ্গলবার (১০ আগষ্ট) বিকাল সোয়া দুইটার দিকে ফরিদপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেলের তত্বাবধানে অফিসার ইনচার্জ সালথা থানার নেতৃত্বে এসআই মুহাম্মাদ মিজানুর রহমান (বিপি-৮৬০৫১০৭৬৫৯), সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানাধীন ভাওয়াল ইউপিস্থ কদমতলা বাজারের পশ্চিম পাশে হাসমত মিয়ার মেহগনি বাগান হতে ৪ জন ও অপর ৫ নং পলাতক আসামীকে ফরিদপুর কোতয়ালী থানা এলাকা হতে আটক করে।
এসময়, তাদের নিকট হতে বিপুর পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র ডাকাতির করার সরঞ্জামাদি ও ০৪ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের প্রেরণ করা হয় ।