জাজিরায় অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মীভূত: প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি
মোঃ রোমান আকন্দ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার লাউখোলা বাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো- নাসির উদ্দিনের ফার্মেসী, ইউসুফ হাওলাদারের ফার্নিসারের দোকান, জাহাঙ্গীর খানের ফলের দোকান, আবু জাফরের পানসুপারীর দোকান ও মো. শাহীনের ইলেকট্রনিক্সের দোকান।
এ ব্যাপারে জাজিরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শামীম রেজা বলেন, আমরা সাড়ে ১টায় খবর পেয়ে সাথে সাথে সেখানে গিয়ে ২ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। এসময় ৫টি দোকান পুড়ে যায়।
এব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাসির উদ্দিন ও ইউসুফ হাওলাদার বলেন, আমাদের মোট ৫টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। আমাদের প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা (ব্যবসায়ীরা) সর্বস্বান্ত হয়ে গেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু সহ যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি। যাতে আমরা আর্থিক সহায়তা পেয়ে আবারও ব্যবসায় শুরু করতে পারি; পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারি।
এ ব্যাপারে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে সহায়তা করা হবে।