নেত্রকোণা পূর্বধলায় রাতের আধারে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ
আব্দুর রহমান, নেত্রকোণা:
নেত্রকোণার পূর্বধলায় (৮ আগস্ট) রবিবার রাতের আধারে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উপজেলার বিশকাকুনী ইউনিয়নের সরিস্তলা গ্রামের এ ঘটনা ঘটে। স্থানীয় মৃত জসিম উদ্দিনের ছেলে মজিবুর রহমান এমন অভিযোগ আনেন ওই গ্রামের আ: মতিনের ছেলে জুয়েল মিয়া, সোহেল মিয়া, রুবেল মিয়া, মৃত লাল হোসেনের ছেলে ইমান আলী, নূর ইসলামের ছেলে মিলন মিয়া, আ: আজিজের ছেলে কাইয়ুম গংদের বিরুদ্ধে।
সরেজমিনে স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মজিবুর রহমানের ছোট ভাই মিজানুর রহমান ও জুয়েল মিয়া সম্মিলিত ভাবে পাইলিং রিক ব্যবসা পরিচালনা করতো। কিছুদিন পূর্বে তাদের মাঝে লেনদেনের সমস্যা হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিমাংশা করে দেয়। এতে মিজানুর রহমান জুয়েল এর কাছে ৭ লক্ষ ৩০ হাজার টাকা পাওনা থাকে। উক্ত পাওনা টাকার দ্বন্দ্বে দুপক্ষের মাঝে মারপিট সৃষ্টি হলে জুয়েল মিয়ার বাম হাতের বাহুতে জখম হয়। পরে জুয়েল মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করলে মিজানুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তারের ঘটনায় মুজিবুর রহমানে বাড়ির লোকজন পালতকের সুযোগে জুয়েল মিয়া গং রাতের আধারে রাস্তার উপর মুজিবুর রহমানে চা-মুদির দোকান ভাংচুর, ইলেকট্রনিক্স যন্ত্রাংশ চুরি, নগদ অর্থ লুটপাট করে । এতে আনু ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয় এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলে জানিয়েছেন মজিবুর রহমান ।
এ বিষয়ে জুয়েল মিয়াকে জিজ্ঞাসা করলে, তিনি জানান আমরা এক সাথে ব্যবসা করতাম। আমার কাছে টাকা পাবে বিষয়টি সত্য। তবে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন জুয়েল মিয়া।