শিরোনাম

South east bank ad

করোনা আক্রান্তদের চিকিৎসায় রোটারী ক্লাবের অক্সিজেন সেবা চালু

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.মিরাজ হোসাইন, বরিশাল

বরিশালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেন সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে রোটারী ক্লাব। ১শ’ অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই কার্যক্রম শুরু করা হবে। বরিশাল জেলা প্রশাসন ও খুলনা অক্সিজেন ব্যাংকের সহায়তা এই উদ্যেগ পরিচালিত হবে। এতে করে অক্সিজেন সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে জানিয়েছেন উদ্যেক্তারা। গতকাল রবিবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে ১শ’ সিলিন্ডার বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের কাছে হস্তান্তর করে রোটারী ক্লাবের সদস্যরা।

বরিশাল রোটারী ক্লাবের সদস্য কাজী মিরাজ মাহামুদ বলেন, করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় মানুষ অক্সিজেনের জন্য হাহাকার শুরু করেছে। সেই সংকট মোকাবেলায় বরিশাল রোটারী ক্লাব ও খুলনা অক্সিজেন ব্যাংক ১শ’ সিলিন্ডার দিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবা দেয়ার পরিকল্পনা করে। খুলনা থেকে ৭ জন স্বেচ্ছাসেবকও এসেছে বাড়ি বাড়ি এমনকি হাসপাতালে গিয়ে অক্সিজেন সেবা দেয়ার জন্য। যাদের দেখভালের দায়িত্ব নিয়েছেন বরিশাল জেলা প্রশাসন।

তিনি বলেন, বরিশাল জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি কেন্দ্র স্থাপনের মাধ্যমে জেলা প্রশাসনের সহায়তায় এই কার্যক্রম ২৪ ঘন্টা চলমান থাকবে।

এছাড়া শুধু অক্সিজেন সেবা নয়, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসক রেমিডিসিন নামে একটি ইনজেকশন প্রেসক্রাইব করছে। যেটার দাম ৩ হাজার ৫শ’ টাকার মত। যা অনেকের সাধ্যের বাইরে। আমাদের কাছে সেই ইনজেকশন ১শ’র মত রয়েছে। সেটা কারো দরকার হলে আমরা আমাদের কেন্দ্রর মাধ্যমে দিতে পারবো, তাছাড়া এই ইনজেকশন আমাদের আরও আসবে।

অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের সময় সহকারী কমিশনার এনডিসি মো. নাজমুল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল রোটারী ক্লাব এর প্রেসিডেন্ট হাসনাইন চৌধুরী, এডভাইজার এফএম আনোয়ারুল হক , সদস্য মাহামুদুল হক খান মামুন, কাজী আল মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: