শিরোনাম

South east bank ad

সাদা কাপড় পরে নিয়ে গেল ২২ মাসের শিশুকে, বিকালে পুকুরে মিলল মরদেহ

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন

ময়মনসিংহের তারাকান্দায় গভীর রাতে সাদা কাপড় পড়ে ২২ মাস বয়সী সাইম নামের এক শিশুকে পানি খাওয়ানোর কথা বলে নেয়ার প্রায় ১৪ ঘন্টাপর পুকুরে ভেসে উঠে মরদেহ।

শনিবার (৭ আগস্ট) বিকাল ৫ টার দিকে উপজেলার বিসকা ইউনিয়নের লালমা মধ্যপাড়া বাড়ির পাশে পুকুরে ওই শিশুর মরদেহ ভেঁসে উঠে। এর আগে রাত তিনটার দিকে সাদা কাপড় পরে দুই মহিলা ওই শিশুকে পানি খাওয়ানোর কথা বলে নিয়ে যায়।

মৃত সাঈম উপজেলার বিসকা ইউনিয়নের লালমা মধ্যপাড়ার হুমায়ুন কবির ও সাবিকুন্নাহার দম্পত্তির সন্তান। হুমায়ুন ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

এ বিষয়ে বিসকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাত্তার মিয়া বলেন, ওই শিশুর বাবা হুমায়ুন ঢাকার একটি ফ্যাক্টরীকে কাজ করে। হুমায়ুন বাড়িতে না থাকার সুযোগে রাত ৩ টার দিকে সাদা কাপড় পড়ে দুই মহিলা এসে ঘরের দরজায় ধাক্কায় দিয়ে খুলতে বলে। তখন সাবিকুন্নাহার ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে আসে। দরজা খুলার পর ওই দুই মহিলা ২২ মাস বয়সী সাঈমকে পানি খাওয়ানোর কথা বলে তাদের কুলে দিতে বলেন।

পরে সাবিকুন্নাহার বাড়ির অন্য কাউকে না ডাক দিয়েই শিশুকে ওই দুই মহিলার হাতে তুলে দেয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর বাচ্চা খোঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে খোঁজাখোঁজি শুরু করে। তবে, তাকে খোঁজে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, রাত পেরিয়ে সকাল হলে বাড়ির পাশের পুকুরে জাল ফেলে খোঁজাখোঁজি করা হলেও শিশুর সন্ধান মেলেনি।

পরে থানায় খবর দিলে পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মা সাবিকুন্নাহারকে থানায় নিয়ে যায়।

এমতাবস্তায় বিকালের দিকে শিশুর মরদেহ পুকুরে ভেঁসে উঠে। পরে থানায় আবারও খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, সকালে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মা সাবিকুন্নাহার আটক করা হয়।

বিকালে পুকুরে শিশুর মরদেহ ভেঁসে উঠার খবর পেয়ে আবারও ঘটনাস্থলে এসেছি। তদন্ত করার পর বিষয়টি বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: