South east bank ad

হাইলধরে ৬শ জন পেল টিকা

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

সারা দেশের ন্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়ও চলছে গণ টিকা দান কার্যক্রম। এরই ধারাবাহিকতায় উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়নেও দিন ব্যাপী চলছে এই টিকা দান কর্মসূচী।

শনিবার (৭ আগষ্ট) সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়নের গুজরা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়ে ইউনিয়নের ১নং খাসখামা, ,২নং গুজরা এবং ৩নং কুনিরবিল ওয়ার্ডের ৬শ জনকে এই টিকা দেওয়া হয়।

এসময় ১০নং হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আনোয়ারা থানার এসআই আরফাত বিন ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুজরা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মফিজ, ১০ নং হাইলধর ইউনিয়ন পরিষদের সচিব শিবু পালিত,১নং খাসখামা ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল আলিম,২নং গুজরা ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইউনুছ, ৩নং কুনিরবিল ওয়ার্ডের ইউপি সদস্য মোজাহের মিয়া এবং ১,২,৩ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য উম্মে সাজিয়া সুলতানা, আওয়ামীলীগ নেতা মোঃ ফরিদুল আলম এবং নাঈম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ১০নং হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন,মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দিক নির্দেশনা বাস্তবায়নে করোনা মহামারীর শুরু থেকে হাইলধর ইউনিয়ন বাসীর পাশে আছি। এবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এই গণ টিকা দান কর্মসূচী যেন যথাযথ ভাবে পালন হয় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এরই পাশাপাশি টিকা দেওয়ার ক্ষেত্রে যেন বয়স্ক ও অসুস্থদের প্রাধান্য দেওয়া হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

উল্লেখ্য যে, আজ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ১,২, ও ৩ ওয়ার্ডের সর্বমোট ৬হাজার ৬শ জনকে টিকা দেওয়া হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: