শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, অক্সিজেন সংকট

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩জন করোনায় এবং ১২উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগী ভর্তি ৫২৫জন ও ২ নবজাতক শিশু চিকিৎসাধীন। এছাড়া বেসরকারি কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি)তে করোনায় মারা গেছেন একজন এবং ভর্তি মোট ৪৯জন রোগী চিকিৎসাধীন। সিবিএমসিতে করোনা রোগীর জন্য অক্সিজেন সংকটের কারণে স্বজনরা অন্যত্র রোগী নিয়ে যাচ্ছে বলে হাসপাতাল সূত্র জানায়।

শনিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটে করোনায় মারা যাওয়া তিন জনের মধ্যে নেত্রকোনার দুজন ও ময়মনসিংহের একজন রয়েছেন। তারা হলেন নেত্রকোনা সদরের ফারজানা খানম (৪৫), পূর্বধলার আব্দুল কাদের (৭০) ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালু সিংহ (৬০)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার দুজন, জামালপুর ও শেরপুরের একজন করে রয়েছেন।

তারা হলেন- ময়মনসিংহ সদরের সরফুন্নাহার (৬৫), রতন মিঞা (৩৫), ইয়াকুব আলী (৬৫), ফুলবাড়িয়ার ইয়াদ আলী (৭৫), ভালুকার রমিজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের আব্দুল কাদের (৬২), মুরতজা আক্তার (৬০), শেরপুর সদরের হালিমা খাতুন (৬৫) ও জামালপুরের বকশিগঞ্জের রফিকুল ইসলাম (৬২)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটেব র্তমানে ৪৯৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৪৬৬ নমুনা পরীক্ষা করে ১০৭জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৯.৩৯শতাংশ এবং এর আগের দিন ৬ আগষ্ট ছিল ২৩.৪৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ খায়রুল ইসলাম সিজার জানান, ৭ আগষ্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ১জন মারা গেছেন গাজীপুর মাওনার সাদেক সরকার (৬০), ভর্তি রোগী করোনায় ২৮জন ও উপসর্গ নিয়ে ২১জনসহ মোট ৪৯জন। তন্মধ্যে নতুন ভর্তি ৬জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০জন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: