ময়মনসিংহে করোনায় সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু
এইচ এম জোবায়ের হোসাইন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামের পিতা নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম (৭৫) বৃহস্পতিবার সাড়ে ৯ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং ধুরুয়া গাবতলী দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে এই মাদ্রাসা প্রাঙ্গণে মরহুম নজরুল ইসলামের লাশ দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
বিশিষ্ট শিক্ষাবিদ মা. নজরুল ইসলামের মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, বিভিন্ন অনুষদীয় ডিনগণ, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধানগণ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। সেইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।