শিরোনাম

South east bank ad

লক্ষ্মীপুরে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. রাকিব হোসাইন রনি (লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরে স্থানীয় আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদকে (৫৫) এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা বিশ্বরোড এলাকায় পৌছালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে (৫ আগস্ট) সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এলাকায় সন্ত্রাস রোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন হারুন। এর আগেও বিএনপির সন্ত্রাসী বাহিনী লাদেন-মাসুম গ্রুপ তার ওপর হামলা চালিয়েছিল। এবারও বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। এখানে কোনো দলীয় কোন্দল নেই।

এর আগে বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহ ধর্মপুর গ্রামের বটের পুকুর পাড়ে এ হামলার ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় তাকে সদর হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়। নিহত হারুন স্থানীয় ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৃত হোসেন আহমদের ছেলে।

এদিকে হামলার ঘটনায় পুলিশ বলছে সিএনজি অটোরিক্সাযোগে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়ে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে, এ ঘটনার তদন্তসহ জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

এদিকে হামলার খবর শুনে রাতেই জেলা সদর হাসপাতালে ছুটে আসেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। তিনি এ হামলার ঘটনায় স্থানীয় বিএনপিকে দায়ী করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় আওয়ামীলীগ নেতা হারুন তার বাড়ীর পাশে বটের পুকুর পাড় বাবুলে চায়ের দোকানে আড্ডারত অবস্থায় ছিলেন। হঠাৎ সিএনজিযোগে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত এসে অতর্কিত ভাবে তার উপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাতের কব্জি, পা ও মাথায় রক্তাক্ত জখম করে। এসময় আতঙ্ক ছড়াতে কয়েকটি ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় বলে জানান স্থানীয়রা। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর অবস্থার অবনতিতে রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। তবে রাত ১টার দিকে কুমিল্লা বিশ্বরোড এলাকায় পৌছালে পথেই তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম মাসুম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম অবস্থায় হারুনুর রশিদ নামে একজনকে হাসপাতালের জরুরী বিভাগে আনায়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, সিএনজিযোগে এসে ৪/৫ জন দুর্বৃত্ত এ হামলা চালায়, এ ঘটনার তদন্তসহ জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: