শিরোনাম

South east bank ad

ডিজিটাল সংস্কৃতি বিপ্লবের ডাক দিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বাংলাদেশের মুক্তিযুদ্ধে জর্জ হ্যারিসনের ঐতিহাসিক সংগীতের ৫০ বছর পূর্তি উপলক্ষে তার কনসার্ট ফর বাংলাদেশ অ্যালবামটি নিয়ে প্রকাশিত হলো ডিজিটাল বই। আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের ব্যবস্থাপনায় শনিবার এটি প্রকাশ করেছে অ্যাপেক্স ডেটা মাইনিং অ্যান্ড আইটি।

ভার্চুয়াল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডিজিটাল এই বইয়ের মোড়ক উন্মোচন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় বঙ্গবন্ধু উত্তর সময়ে তার ঘোষিত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক বিপ্লবের ডাক দিয়ে সকলকেই প্রযুক্তি-শক্তিতে বলীয়ান হওয়ার আহ্বান জানান তিনি।

ইরাক-সিরিয়া না হয়ে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালোয়েশিয়া হওয়ার স্বপ্ন ব্যক্ত করে তিনি বলেন, ১৯৭১ সালে দি কনসার্ট ফর বাংলাদেশ বিশ্বের কাছে বাংলাদেশকে শুধু পরিচয় করিয়ে দেয়নি, নির্যাতিত মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিলো বিটলস।

আর এই মুক্তির লক্ষ্য নিয়ে সরকার ডিজিটাল বাংলাদেশ উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে চেষ্টা করছে। সেই লক্ষে আইসিটি বিভাগ আয়োজন করেছে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট।

আগামী সেপ্টেম্বরে এই গ্র্যান্টের ১৩ পর্বের রিয়েলিটি শো করা হবে জানিয়ে এই শো-তে রবিশঙ্করের মেয়ে বিশেষ রাগ পরিবেশন করবেন।

এলআইসিটি পলিসি অ্যাডভাইজার সামি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মাদ আব্দুর রাকিব, অ্যাপেক্স ডেটা মাইনিং অ্যান্ড আইটির সিইও জারা জেরিন মাহবুব।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: