সালথায় সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে যুবলীগের বৃক্ষ রোপণ
জাকির হোসেন (সালথা):
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে সালথা উপজেলা যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টায় সালথা উপজেলা চত্তর ও আশপাশের এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়।
এসময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, ফরিদপুরে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শওকত হোসেন (মুকুল), উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নুরুল ইসলাম, যুবলীগ নেতা বাকী বিল্লাহ, শেখ সুমন মাহমুদ, কামরুল ইসলাম, কামরুজ্জামান খান নিসান, মেহেদী হাসান আলমাস প্রমুখ।