ছেলে হত্যার বিচার দাবী বাবার
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে আল আমিন(২৬) হত্যার বিচার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন অসহায় এক পিতা। শনিবার সন্ধায় (২৫ জুলাই) গলাচিপা প্রেসক্লাবে ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন মৃত আল আমিনের পিতা অলিল সরদার।
সংবাদ সম্মেলনে অলিল সরদার জানিয়েছেন, গলাচিপা উপজেলার বাসিন্দা মিজান হাওলাদারের সাথে তাদের জমি নিয়ে ঝামেলা ছিল। এরই পরিপেক্ষিতে গত ১২ মে ২০২১ ইং তারিখ পূর্বপরিকল্পিতভাবে মিজান হাওলাদার আল আমিনের মটরসাইকেল ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। পরে রাতে সুযোগ বুঝে গ্যাস ফিল্ড নামক স্থানে নিয়ে গিয়ে মিজান ও তার লোকজন আল আমিনকে পাষবিক নির্যাতন করে পিটিয়ে এবং এসিড ঢেলে নির্মম ভাবে হত্যা করে। হত্যার ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য গরু চুরির অপবাদ দিয়ে গনপিটুনিতে সে মারা গেছে বলে অপপ্রচার চালায়। এ হত্যার ঘটনায় গলাচিপা থানায় মিজানকে প্রধান আসামী করে ৮জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কিন্তু আসামীরা অলিল সরদারকে মামলা তুলে নিতে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করায় সুষ্ঠ বিচার চেয়ে গলাচিপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
আল আমিনের স্ত্রী বলেন, ‘আমার এই ছোট মেয়েকে নিয়ে আমি কোথায় যাব। কে দেবে আমাদের ভরণপোষণ। আমি আমার স্বামী হত্যার বিচার চাই’।
তবে এ ব্যাপারে গলাচিপা থানা থেকে জানানো হয়, হত্যাকান্ড ঘটনায় একটি মামলায় দায়ের করা হয়েছে। তদন্ত চলমান এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি প্রদান করা হবে।