করোনা রোধকল্পে ফুলবাড়িয়া পৌরসভার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
বুধবার অনুষ্ঠিতব্য পবিত্র ঈদুল আযহার দিন মুসল্লীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভাধীন সকল মাঠ পরিচালনা কমিটির কাছে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৯জুলাই) পৌরসভা অফিস থেকে কোভিড-১৯ বিস্তার রোধকল্পে এসব সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র মোঃ গোলাম কিবরিয়া। এ সময় বিভিন্ন ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন।