শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

 প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন (গোপালগঞ্জ):

গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে সকাল ৭টা ৩০ মিনিটে। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় ও সকাল সাড়ে ৮ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

করোনা পরিস্থিতির কারনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ, থানাপাড়া জামে মসজিদ, পুলিশ লাইন্স মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে যার যার সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, জেলা সদর বাদে অন্য ৪টি উপজেলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গন্যমাণ্য ব্যক্তিবর্গের আলোচনা সাপেক্ষে ঈদের জামাত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনের সিদ্ধান্ত নিতে পারবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব জামাতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মানার আহবান জানানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: