শিরোনাম

South east bank ad

বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ১০২, তিন জনের মৃত্যু

 প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নইন আবু নাঈম (বাগেরহাট):

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ৩৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন তিনজন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট ১০৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ২৭৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনা আক্রান্ত ১ হাজার ২০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১৮ জুলাই)দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৮ জন, মোল্লাহাটে ১৯, ফকিরহাটে ৯, মোড়েলগঞ্জে ১০, মোংলায় ৬, এবং শরণখোলায় ১০ জন রয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় নতুন করে ১০২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই সময়ে মারা গেছে তিন জন। যা আমাদের জন্য এক ধরনের সতর্ক বার্তা। আসন্ন কোরবানি উপলক্ষে খুব বেশি ছোটাছুটি না করে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: