ঈদ উপলক্ষ্যে যশোর জেলা পুলিশের নিরাপত্তা জোরদার
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও চলছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস। কিন্তু আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সারা দেশে লকডাউন শিথিল করা হয়েছে ফলে ঈদকে কেন্দ্র করে মার্কেট গুলোতে বেড়েছে ক্রেতার সমাগম, ক্রেতা ও বিক্রেতাকে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে মার্কেট ও শপিংমল গুলোতে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম(বার), পিপিএম এর নির্দেশে প্রতিনিয়ত চলছে পুলিশি টহল। একই সাথে ঈদকে সামনে রেখে মার্কেট গুলোতে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলোতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
এরই প্রেক্ষিতে আজ শহরের গুরুত্বপূর্ণ স্থান ও শপিংমল গুলোর স্বাস্থ সুরক্ষা এবং নিরাপত্তা সরেজমিনে তদারকি করেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন। তিনি বিভিন্ন মার্কেট ও শপিংমল ঘুরে দেখেন এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কেনা-কাটা করতে ক্রেতা ও বিক্রেতা উভয়কে বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।