সালথায় কাজী আঃ সোবহানের পক্ষ থেকে অসহায় হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
জাকির হোসেন (সালথা):
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ্য অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে রিয়া রাথিন গ্রুপের চেয়ারম্যান ও ফরিদপুরের মানবতার ফেরিওলা খ্যাত কাজী আব্দুস সোবহান এর পক্ষ থেকে করোনা কালিন সময় ও ঈদ সামনে রেখে অসহায় হত দরিদ্র ও দুঃস্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুন) সকাল থেকে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানে করে ভাসমান অবস্থায় ঘুরে ঘুরে চাল, ডাল, তেল, আলু লবণসহ খাদ্য সামগ্রীর এই প্যাকেট বিতরণ করা হয়।
করোনা কালিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে রিয়া রাথিন গ্রুপের চেয়ারম্যান কাজী আব্দুস সোবহান এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, লস্করদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রিজু খান, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ, ইলিয়াস মোল্যা, কাজী আনিস, কাজী আব্দুস সোবহানের ব্যক্তিগত সহকারী মাহমুদ হোসেন, মওলানা সাইফুল ইসলাম ফরিদপুরী, আকবর হোসেন, মনির হোসেন প্রমূখ।
ত্রান নিতে আসা কয়েকজন বলেন, করোনার এই সময়ে এইভাবে আমাদের মাঝে কেউ ত্রাণ সামগ্রী দেয় নাই, কাজী সাহেব কে আল্লাহ বাচায় রাখুক, তার জন্য মন খুলে দোয়া করি। অপর একজন বলেন গরিবের পাশে যে থাকে আল্লাহ যেন তার সহায় হন, আমরা সবাই কাজী সাহেবের জন্য দোয়া করি।
রিয়া রাথিন গ্রুপের চেয়ারম্যান ও ফরিদপুরে মানবতার ফেরিওলা খ্যাত কাজী আব্দুস সোবহান টেলিফোনে বলেন, মানুষের জন্য আমার মন সবসময়ই কাদে, করোনা ও ঈদ সামনে রেখে আমার এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে, সবার কাছে দোয়া চাই। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন নিরাপদে ঈদ পালন করুন।