অফিসার্স ক্লাবের অস্থায়ী সুইমিংপুল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস সেডের কাজের শুভ উদ্বোধন
অফিসার্স ক্লাব ঢাকা একটি সরকারী অফিসার ক্লাব যেখানে কেবলমাত্র সরকারী কর্মকর্তা এবং আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তারাই সদস্যপদ পেয়ে থাকেন। ১৯৬৭ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। সরকারের মন্ত্রিপরিষদ সচিব নির্বাহী কমিটির সভাপতি। বর্তমানে অফিসার্স ক্লাব ঢাকা এর সাধারণ সম্পাদক হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয় এর অতিরিক্ত সচিব ( উন্নয়ন ) মেজবাহ উদ্দিন।
আজ শুক্রবার অফিসার্স ক্লাব ঢাকার নতুন ভবন নির্মাণের পূর্বে অস্থায়ী সুইমিংপুল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস সেডের কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সহ ক্লাবের বেশ কয়েকজন সদস্য এবং ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।