ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকান্ডে ৮টি দোকান ভষ্মিভূত
জাকির হোসেন (সালথা):
ফরিদপুরে জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে বুধবার (১৪ জুলাই) রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এতে অন্তড ৮টি দোকান পুড়ে গেছে।
জানা যায় রাত ১১.৩০ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিপাতের সূত্রপাত হয়। খবর পেয়ে বোয়ালমারী ও মধুখালী উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ধারণা করা হচ্ছে বোয়ালমারী বাজারে বেকারির দোকানদার শ্রী গৌতম এর বেকারির দোকান থেকে অগ্নিপাতের সূত্রপাত হয়ে আশেপাশের আরো কয়েকটি ওষুধের দোকান ও মুদি দোকান নিয়ে আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ২৫/৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ্র ও বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরে আলম পরিদর্শন করেন এবং বোয়ালমারী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুস সাত্তার এর ভাষ্যমতে ধারণা করা হচ্ছে বেকারীর দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে উক্ত অগ্নিপাতের সূত্র পাত হয়ে আশে পাশের দোকান গুলো পুড়ে যায়।