ভার্চুয়াল প্লাটফর্মে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ৩৬তম এজিএম অনুষ্ঠিত
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বুধবার ১৪ জুলাই ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, এমডি ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, পাবলিক ডাইরেক্টর মো. শাকিল রিজভী ও পিমা ইমাম, ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট এ জেড চৌধুরীসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার। সভাটি পরিচালনা করেন জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব সাইফুদ্দিন আহমেদ। সভায় ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।