শিরোনাম

South east bank ad

কলাপাড়ায় দু গ্রুপের সংঘর্ষে আহত ৩২

 প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের স্লুইজগেটের নিয়ন্ত্রন নিয়ে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৩২ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, মিঠাগঞ্জ ইউনিয়নের কাটাখালী স্লুইজগেটের নিয়ন্ত্রনকে কেন্দ্র করে সোমবার স্থানীয় নুর-ইসলাম হাওলাদার গ্রুপের সাথে আশিক তালুকদার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে উপজেলার বালিয়াতলী খেয়াঘাট এলাকায় ফের সংঘর্ষে আরো ১৭ জন আহত হয়েছে।

এ বিষয়ে আশিক তালুকদার বলেন, হাসপাতালে রোগীরা রোগীরা মারামারি করেছে। এ বিষয়ে তার কিছু জানা নেই।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: