শিরোনাম

South east bank ad

প্রয়াত ভাষাসৈনিক মিছিরউদ্দীন আহমেদের বাড়ি পরিদর্শন করলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার

 প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রয়াত ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মিছিরউদ্দীন আহমেদের বাড়ি পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
গতকাল মঙ্গলবার ১৩ জুলাই বিকালে করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে প্রয়াত এ ভাষাসৈনিকের বাড়িতে যান পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। তিনি বাড়িটি ঘুরে দেখেন এবং ভাষাসৈনিক মিছিরউদ্দীন আহমেদের স্মৃতির প্রতি সম্মান জানান। তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) মো. ইফতেখার, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক, কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক এমরান আলী ভূইয়া, জঙ্গলবাড়ি ঈশাখা সমাজ কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মীর ছাত্তার উদ্দিন ও সাধারণ সম্পাদক হাজী রোকন উদ্দিন, জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আশরাফ উদ্দিন, ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহতাব উদ্দিন, কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আন্দোলন কমিটির সভাপতি ও মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষী সাংবাদিক রেজাউল হাবিব রেজা, স্থানীয় আওয়ামী লীগ নেতা জামিল আনসারী, ভাষাসৈনিক মিছিরউদ্দীন আহমেদের ছেলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: