শিরোনাম

South east bank ad

ফুলবাড়িয়া থানার নতুন অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :

খুলনা জেলার রূপসা থানা থেকে বদলী হয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ হিসাবে মোল্লা জাকির হোসেন গত ১১-৭-২০২১ইং তারিখে যোগদান করেন। এর আগে তিনি সাতক্ষীরা, মুন্সীগঞ্জেও চাকুরী করেন। ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদেন। তাঁর পিতা বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মোল্লারহাট গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম আ: কদ্দুছ। তাঁরা চার ভাই। সবাই পুলিশ অফিসার। বিবাহিত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।

১১জুলাই ফুলবাড়িয়া থানায় আসলে নবাগত অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন কে ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী অর্কিড ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ফুলবাড়িয়া উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সম্মানিত সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ হারুন।

বাংলাদেশ পুলিশের বর্তমান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এঁর দেওয়া পাঁচটি মূলনীতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ফুলবাড়িয়া থানায় নব যোগদানকৃত থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন। আজ মঙ্গলবার বিকালে bdfinancialnews24-6c6259.ingress-earth.easywp.com এ দেওয়া এক সাক্ষাতকারে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমি রূপসা থানা থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায় এসেছি। আমি খোঁজ খবর নিয়েছি এখানকার মানুষ সহজ-সরল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের বর্তমান আইজিপি ‘বাংলাদেশ পুলিশকে জনগণের প্রথম ভরসাস্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছেন। আমি সেই প্রত্যয়ের অংশিদার হতে ফুলবাড়িয়া থানা এলাকায় কাজ করতে চাই। এর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক নির্মূল, অমানবিক ও অপেশাদার আচরণ বন্ধ করা ও পুলিশের সার্বিক কল্যাণ এই পাঁচটি বিষয়ে যথাযথভাবে প্রতিপালনের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: