ফরিদপুরে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম
জাকির হোসেন (সালথা):
সারাদেশের মতো ফরিদপুর শুরু হয়েছে করোনা প্রতিশোধক বা করণা টিকা নেবার কার্যক্রম।
মঙ্গলবার (১৩ জএলাই) সকাল ৯ টায় ফরিদপুর সদর হাসপাতালে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়।
এদিকে এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য ফরিদপুর সদর হাসপাতালে দুটি কাউন্টার খোলা হয়েছে এতে সার্বিক সহযোগিতা করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীবৃন্দ। ফরিদপুর সদর হাসপাতালে দুটি কাউন্টারে করোনা টিকা দেয়া হচ্ছে । এর মধ্যে একটি ছেলেদেরও একটি মেয়েদের।
জানা গেছে সম্প্রতি যারা রেজিস্ট্রেশনের মাধ্যমে মেসেজ পেয়েছেন শুধুমাত্র তারাই এতে অংশ নিতে পারছেন।
সেখানে গিয়ে লম্বা লাইন দেখতে পাওয়া যায়।
এখানে কর্তব্যরত সেবিকারা জানান প্রতিদিন বেলা একটা ৩০ মিনিট পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।