জামালপুরে নতুন করে করোনা শনাক্ত ৬১, মৃত্যু ১
শামীম আলম (জামালপুর):
জামালপুরে প্রতিদিন বেড়েই চলছে করোনা শনাক্তের সংখ্যা।সেই সাথে থেমে নেই মৃত্যুর মিছিল।জেলায় অধিকাংশ বাসা বাড়িতে জ্বর ঠান্ডাসহ অন্যান্য করোনার উপসর্গ লেগেই আছে। তবে বেশির ভাগ রোগীরা বাসা বসে চিকিৎসকের পরার্মশ ছাড়াই চিকিৎসা নিচ্ছে বলে জানা যায়।
এদিকে গত২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ২৫.৩৪ শতাংশ থেকে কমে ২২.৯৩শতাংশ হয়েছে । যা গতকালের তুলনায় আজ ২.৪১ শতাংশ কম হয়েছে। নতুন করে একদিনে ৬১জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও একজনের মৃত্যু হয়েছে।
জামালপুর সিভিল সার্জন জানান , জামালপুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে এবং রেপিড এন্টিজেনে ২৬৬টি নমুনা পরীক্ষায় ৬১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও সরিষাবাড়ি উপজেলায় শাহের নামের (৯০) বছর বয়সী এক ব্যক্তি
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
এছাড়াও করোনা আক্রান্ত হয়ে সদরে ২৪ সরিষাবাড়ি ৮,মাদারগঞ্জে৭, মেলান্দহে ৩, বকশিগঞ্জে ৮,ইসলামপুরে ১১জনের ।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫৬০জন, মোট সুস্থ ২৭৯৯জন, মোট মৃত্যু ৬৯জন। রেফার্ড ৪১জন।
এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে,জামালপুর কেভিড ইউনিটে ২৮জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩জন ও ঢাকায় ৩জন রয়েছে।
হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৬৪৮জন রেগী।