আনোয়ারা সাংবাদিক নুরুল আবছরের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের শোক
এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার "দৈনিক ইনকিলাব" এর প্রতিনিধি সাংবাদিক নুরুল আবছার তালুকদারের পিতা আলহাজ্ব আবুল কাশেম তালুকদারের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন আনোয়ারা প্রেসক্লাব।
১২ই জুলাই (সোমবার) সকাল ৮.৫০মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বাদে আছর চাঁদগাজী তালুকদার জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে মেয়ে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁহার মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোকা বার্তা দিয়েছেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী, সাধারণ সম্পাদক এস,এম,সালাহ্উদ্দীন আনোয়ারা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম সহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।