ফুলবাড়িয়া ইউএনও’র গাড়ী চালকের শশুর আবুল হোসেন আর নেই : ইউএনও’র শোক
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুুলবাড়িয়া ইউএনও অফিসের ড্রাইভার আব্দুল কাদের’র শশুর আবুল হোসেন (৮০) রোববার বিকাল সোয়া ৫টায় বালিয়ান ইউনিয়নের সারুটিয়া গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার সকালে নিজ বাড়ি বালিয়ান ইউনিয়নের সারুটিয়া পূর্বপাড়া মৌলভী বাড়ি মরহুমের নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। ইউএনও’র ড্রাইভারের শশুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল সিদ্দিক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, বালিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ চেয়ারম্যান সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব ফুলবাড়িয়া উপজেলা ইউনিটের পক্ষে সাধারণ সম্পাদক মো: আব্দুস ছাত্তার।