ফুলবাড়িয়ার আখালিয়া হেলথ সেন্টারে ভিডিও এন্ডোস্কোপি ENT Unit সংযোজন
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
আধুনিক বিশ্বে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সারাবিশ্ব এগিয়ে যাচ্ছে। বিশ্বের সাথে তালমিলিয়ে বাংলাদেশও পিছিয়ে নেই। বিশেষ করে চিকিৎসা সেবায় বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। শহর থেকে গ্রাম পর্যন্ত চিকিৎসা সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে সরকারী স্বাস্থ্য সেবার পাশাপাশি বেসরকারী স্বাস্থ্য সেবা নিরলসভাবে এগিয়ে যাচ্ছে। ফুলবাড়িয়া উপজেলা সদরে ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি আখালিয়া হেলথ সেন্টার লিমিটেড প্রাইভেটভাবে যাত্রা শুরু করে। শুরুর পর থেকে আধুনিক সেবা দিতে উদ্যোক্তাদের সোচ্চার ছিলেন। ফলে তাঁরা একটার একটা আধুনিকায়নে চেষ্টা অব্যাহত রেখেছেন। ফুলবাড়িয়া হাসপাতাল রোডস্থ আখালিয়া ডায়াবেটিস সমিতির সদস্যরা স্বল্প খরচে অধিক সেবা নিচ্ছেন। এ ছাড়াও সকল পরীক্ষা-নিরিক্ষা ডিজিটাল পদ্ধতিতেই হচ্ছে। ইদানিং আমাদের দেশে নাক-কান-গলার সমস্যায় ভোগা মানুষের সংখ্যা নেহাত কম নয়। বেশির ভাগ ক্ষেত্রে ঠান্ডার কারণে সমস্যা সৃষ্টি হতে দেখা দেয়। কিন্তু ঠান্ডাজনিত সমস্যা ছাড়াও নাক-কান-গলার আরও অনেক জটিল অসুখ হতে পারে। আখালিয়া হেলথ সেন্টার লিমিটেডে যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দিয়ে থাকেন তাদেরই একজন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা’র কনসালটেন্ট (ইএনটি) ডাঃ মুহিউদ্দীন মারুফ। চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করতে তিনি ভিডিও এন্ডোস্কোপি ENT Unit সংযোজন করেছেন। ফলে এর মাধ্যমে নাক, কান ও গলা রোগীদের সঠিক ও নির্ভুল রোগ নির্ণয় করা সম্ভব হবে। এতে রোগি ইচ্ছা করলে তার কি রোগ হয়েছে সেটা সিডি করে নিয়ে বাসায় বসেও দেখতে পারবে।
আখালিয়া হেলথ সেন্টার লিমিটেড এমডি সাইফুল কাজল বলেন, আরোও উন্নত সেবার লক্ষ্যে নতুন আঙ্গিকে সংযুক্ত হল PORTABLE ENDOSCOPY ENT Unit. আমাদের জনপ্রিয় চিকিৎসক ডাঃ মুহিউদ্দীন মারুফ নিজ উদ্যোগেই অত্র ডিজিটাল সেবাটি চালু করেছেন। তিনি রোগি দেখেন প্রতি শনিবার বিকাল ৫ টা থেকে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিম বলেন, আখালিয়ার উদ্যোক্তাদের উদ্দেশ্য স্পষ্ট। এর সাথে সংশ্লিষ্টরা সবাই সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। ব্যবসায়ী মন মানসিকতা নিয়ে আখালিয়ার যাত্রা হয়নি, আমাদের সেবায় আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই। সংযোজন একটি চলমান প্রক্রিয়া, আপডেট হতেই থাকবে।