শিরোনাম

South east bank ad

টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়লো

 প্রকাশ: ১০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো.আবু জুবায়ের উজ্জল (টাঙ্গাইল):

টাঙ্গাইলে দিন দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে । গত ২৪ ষন্টায় ডাক্তার নার্সসহ নতুন করে ১৮৬ জন আক্রান্ত হয় । এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্রা ১০ হাজার ৫১ জনে দাড়াল । অপর দিকে করোনা আক্রান্তর সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও । নতুন করে আর ৬ জনের মৃত্যু হয়েছে । এনিয়ে মৃত্যুর সংখ্যা হল ১৫৬ জন। বিষয়টি টাঙ্গ্ইালে সিভিল সার্জন ডা.আবুল ফজল মো.সাহাবুদ্দিন খান নিশ্চিত করেছেন ।

এদিকে চলতি মাসের ১০ দিনেই আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৪৭ জন এবং করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে ৪৮ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৮ জন । সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায় ৪৩৮ জন নমুনা দেওয়া হলে ১৮৬ জনের নমুনা পজিটিভ আসে । জেলায় আক্রান্তের হার ৪২.৪৬ ।

এবিষয় সিভিল সার্জন আবুল ফজল মো.সাহাবুদ্দিন জানান বর্তমানে ৭০ থেকে ৮০ ভাগ মানুষ ডেলটা করোনায় আক্রান্ত । এধরনের রোগ খুব দ্রত এক জনের কাছ থেকে অন্য জনের ছড়ায় । যার কারনে জেলায় দ্রত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: