শিরোনাম

South east bank ad

ময়লা আর্বজনার দুর্গন্ধে অতিষ্ঠ ভোলার ৮নং পৌরবাসী

 প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সিমা বেগম (ভোলা সদর):

ভোলার পৌরসভায় বর্জ্য নিষ্কাশনে অব্যবস্থাপনার ফলে যত্রতত্র ময়লা-আবর্জনায় পরিবেশ দূষিত হয়ে পড়ছে।

পৌর শহরের ব্যবসায়ী ও বাসাবাড়ির নিত্যদিনের ময়লা-আবর্জনা ভোলার পৌড় কাঠালী ৮নং ওয়ার্ডদের বিশ্ব রোডের মাথা রাস্তা উপর ময়লা আর্বজনা ফেলায় শহরের পরিবশে নোংরা করছে। এ সব বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা না থাকায় গন্ধে অতিষ্ঠ পৌরবাসী।

আজ(৮জুলাই)বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায় ময়লা আর্বজনা রাস্তা উপরে ফেলে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, পৌরসভা সকল ময়লা আর্বজনা এই এস্থানে ফেলা হয়, শহরের প্রতিদিনের ময়লা অপসারণের কার্যকর কোনো ব্যবস্থা গড়ে না ওঠায় দুর্গন্ধে বাতাস দূষিত হয়ে পড়ছে। চলতি বর্ষা মৌসুমে গত কয়েকদিনের টানা বর্ষণে জমে থাকা ময়লা যত্রতত্র ছড়িয়ে পড়েছে। এতে দুর্গন্ধে যে মানুষ হেটে যাওয়াতো দূরের কথা গাড়ি দিয়ে যেতে পারছে না,শিক্ষার্থীরা, সাধারন পথ চারিরা, ব্যবসা প্রতিষ্ঠানসহ অফিস-আদালতগামী মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

তবে,পৌরসভা পরিচ্ছন্নকর্মীদের দাবি তারা নির্দিষ্ট সময়েই ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।কিন্তু সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তা উপরে রাখছেন, বৃষ্টির পানিতে এ সব ময়লার যেখানে সেখানে ছড়িয়ে পড়ছে। ফলে মশা-মাছি সৃষ্টি হচ্ছে।

ময়লা আর্বজনার শহরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধের হাত থেকে রেহাই পাচ্ছে না ব্যবসায়ী ও পথচারীরা। এ সব ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলার কারণে গন্ধ আরও তীব্রভাবে ছড়িয়ে পড়ছে শহরজুড়ে।রাস্তার গাড়ির চালক এবং যাত্রীরা বলেন,ময়লা-আবর্জনার দুর্গন্ধের কারণে শহরের মানুষ এখন অতিষ্ঠ।

পৌরসভার কমিশনার ৮নং ওয়ার্ডের নাছির উদ্দীন হেল্লাল বলেন, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং বিলিচিন পাউডার দিয়ে এস্পেফে করা হবে। এই অবস্থা আর বেশিদিন থাকবে না।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: