শিরোনাম

South east bank ad

গফরগাঁওয়ে করোনায় মোট সনাক্ত২৬৮, মৃত্যু ৯

 প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো (গফরগাঁও ) :

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মোট করোনা সনাক্ত ২৬৯ মৃত্যুর সংখ্যা ৯ জন।এর মধ্যে নতুন করে গত দশ দিনে ৪৫ জনের করোনা সনাক্ত হয়। মৃতের সংখ্যা ৪ জন।গতকাল গফরগাঁও পৌরসভার ৯ নং ওয়ার্ডের ডাঃ মাহফুজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু বরণ করেন।
বিষয়টি নিশ্চিত করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাইনুদ্দিন খান মানিক।

করোনায় আক্রান্ত হয়ে পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের শারমিন(২৭),লংগাইর ইউনিয়নের আফাজ উদ্দিন(৬৫) ও পাইথল ইউনিয়নের আফাজ উদ্দিন (৮০), ও ৯ নং ওয়ার্ডের পৌরসভার (পাঁচুয়া গ্রামের) ডাঃ মাহফুজুর রহমান (৭৮) মৃত্যু বরণ করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিদিনই করোনায় আক্রান্ত হচ্ছে আর বেড়ে চলেছে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আক্রান্তদের মধ্যে নানা শ্রেণী পেশার মানুষ রয়েছে।লক ডাউনের পঞ্চম দিনে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও কমছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।গত দশ দিনে উপজেলায় মোট ৪৫ জনের করোনা সনাক্ত হয়েছে। গত ৪ জুলাই ১১ জন,৩ জুলাই ৫জন,২ জুলাই ১জন ,১জুলাই ৩ জন ,৩০ জুন ৮জন, ২৯ জুন ৪ জন,২৮জুন ৫জন,২৭ জুন ১ জন,২৬ জুন ৬ জন,ও ২৫ জুন ১ জনের করোনা সনাক্ত হয়।গফরগাঁও উপজেলার এপর্যন্ত মোট ২৬৮ জনের করোনা সনাক্ত হয়। এর মধ্যে ৯ জন মৃত্যু বরণ করে।

তবে অভিজ্ঞ মহলের ধারণা করোনায় আক্রান্তের সংখ্যা সহস্রাধিক হবে।উপসর্গ থাকার পরও ভয়ে পরীক্ষা না করার ফলে আক্রান্তের হার কম।জ্বর,সর্দি,কাঁশি রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাইনুদ্দিন খান মানিক বলেন, মন্ত্রিপরিষদ সচিব বিভাগের সিদ্ধান্ত মোতাবেক সারা দেশে লকডাউন চলমান রয়েছে।সুস্থ থাকতে ঘরে থাকার বিকল্প নেই।তাই সকলের প্রতি ঘরে থাকার আহবান জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃতাজুল ইসলাম বলেন,সর্বাত্নক লকডাউন কার্যকর করতে প্রশাসন মাঠে রয়েছে।মানুষ আগের চাইতে বেশি সচেতন হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: