গৌরীপুরে ৩০ জনের নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত ২০ জন
মশিউর রহমান কাউসার (গৌরীপুর, ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুরে করোনা রোগীর সংখ্যা বর্তমানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত তিন দিনে ৩০ জনের নমুনা পরীক্ষা শেষে করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ জন। এদিকে করোনা আক্রান্ত রোগী সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সচেতন মহলে করোনা আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহম্মদ রবিউল ইসলাম জানান, গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জুন পর্যন্ত তিন দিনে মোট ৩০ জনের নমুনা সংগ্রহ করে এ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেষ্ট ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এ ৩০ জনের নমুনা পরীক্ষা শেষে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, গৌরীপুরে ৩০ জুন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৮৫টি। তার মধ্যে করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে ১৩২ জন। তাদের মাঝে বর্তমানে আইসোলেশনে আছেন ৪০ জন, সুস্থ হয়েছেন ৮৮ জন ও মৃত্যুবরণ করেন ০৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি। করোনা মোকাবেলায় সকলকে সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি চলে আহবান জানান তিনি।