বিশ্বব্যাংকের দক্ষ নারী উদ্যোক্তা তৈরির কর্মশালা শুরু
দেশে দক্ষ নারী উদ্যোক্তা তৈরি করতে কর্মশালা শুরু করেছে বিশ্বব্যাংকের নারী উদ্যোক্তা অর্থায়ন উদ্যোগ (উই-ফাই)।
বাংলাদেশের নারী মালিকানাধীন ব্যবসা ও মাঝারি উদ্যোক্তাদের লাভজনক সাপ্লাই চেইনে এগিয়ে নেওয়াই এ প্রকল্পের লক্ষ্য। প্রজেক্টটি যৌথভাবে বাস্তবায়ন করছে উইকানেক্ট ইন্টারন্যাশনাল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
সম্প্রতি এক ভার্চুয়াল কর্মসূচির মাধ্যমে উঠে আসে কীভাবে নারীদের উদ্যোগকে স্থানীয় ও আন্তর্জাতিক করপোরেশনের ভ্যালু চেইনে অন্তর্ভুক্ত করা যায়। পুরো কর্মসূচির নাম দেওয়া হয়েছে করপোরেট কানেক্ট।
মূলত এর লক্ষ্য হচ্ছে নারী মালিকানাধীন এসএমই ব্যবসাকে সম্ভাব্য সুযোগের ব্যাপারে জানানো। ব্যবসার জন্য তাদের অন্যান্য করপোরেশনের সঙ্গে সংযুক্ত করা। ২০ ঘণ্টার এ প্রোগ্রামে পিচ সেশন ও ব্যবসায়িক ম্যাচমেকিং ইভেন্টের মাধ্যমে নারী মালিকানাধীন এসএমই ব্যবসা এবং ক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপন করা হবে। এছাড়া করপোরেট প্রতিনিধিরা প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়ক হিসেবেও অংশ নেবেন।
বিশ্বব্যাংকের বেসরকারি খাত বিশেষজ্ঞ হোসনা ফেরদৌস সুমি বলেন, ‘করপোরেট সাপ্লাই চেইনে অর্থনৈতিক অংশগ্রহণ এবং নারী ব্যবসায়ের প্রতিনিধিত্ব বড় সংস্থাগুলোকে যেমন উপকৃত করবে, তেমনি নারী উদ্যোক্তাদের মানসম্পন্ন পরিষেবা দেওয়ার দক্ষতাও বাড়িয়ে তুলবে।
উইকানেক্ট ইন্টারন্যাশনালের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা এলিজাবেথ এ ভ্যাজকেজ বলেন, আমি আত্মবিশ্বাসী যে আমরা ক্রেতা এবং নারী সাপ্লায়ার উভয়েরই কাজের সংযোগ তৈরি করতে সফল হবো। আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তরিকভাবে কাজ করব।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিকুল ইসলাম বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে নারী ব্যবসায়ীদের জন্য করপোরেট সংযোগ কর্মসূচির অংশীদার হতে পেরে আমি উচ্ছ্বসিত ও আনন্দিত।