১১৪৭ ইয়াবাসহ ৮ মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-৪
গতকাল রাত ২১.৩০ ঘটিকায় গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১১৪৭ পিস ইয়াবা, ০২ ক্যান বিয়ার এবং মাদক বিক্রিত নগদ-১৭০২৫/- টাকাসহ নিম্নোক্ত ০৮ মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
(ক) বিপ্লব হোসেন (৩৮), জেলা- মানিকগঞ্জ ।
(খ) মোঃ জহির ইসলাম (৩৮), জেলা- সিরাজগঞ্জ ।
গ) মোছাঃ রোকেয়া (৩৬), জেলা- মানিকগঞ্জ ।
ঘ)মোঃ সানোয়ার হোসেন (৩৬), জেলা- ঢাকা ।
ঙ)মোঃ ওমর সরদার (৩০), জেলা- গোপালগঞ্জ ।
চ)মোছাঃ মহি আক্তার (২৩), জেলা- মাদারীপুর ।
ছ) মোঃআরিফুর রহমান (৫২), জেলা- ঢাকা ।
জ)মোঃ রাকিব হাসান (১৮), জেলা- মানিকগঞ্জ ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।