র্যাব ৯ এর অভিযানে রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল উদ্ধার
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হোসেন এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চুনারুঘাট পৌরসভার চুনারুঘাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গোলচত্ত্বর হইতে সাতছড়িগামী পাঁকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে। এই সময় পরিত্যাক্ত অবস্থায় একটি রেজিস্ট্রেশন বিহীন Pulsar 150 CC মোটর সাইকেল উদ্ধার করা হয়। যার অনুমান মূল্য ১,৫০,০০০/- টাকা। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব উদ্ধারকৃত আলামত হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় জিডি করে হস্তান্তর করে।