চট্টগ্রামে বাজেটবিষয়ক ওয়েবিনারে বিএইচবিএফসি চেয়ারম্যানের মূল প্রবন্ধ উপস্থাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিচার্স আয়োজিত ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন।
‘জীবন ও জীবিকার সুরক্ষায় জাতীয় বাজেট ২০২১-২০২২: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ ওয়েবিনারে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম প্রমুখ অংশ নেন।