জেলা পর্যায়ে দাবা লিগ আয়োজনের প্রস্তুতি হিসেবে জেলা পুলিশের সঙ্গে আইজিপির আলোচনা সভা
২৩ জুন বুধবার দুপুর ৩ ঘটিকায় জেলা পর্যায়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা দাবা লিগ আয়োজন সংক্রান্তে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সভাপতিত্বে ভার্চুয়াল শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ে দাবা লিগ আয়োজনে আইজিপির সঙ্গে নীলফামারী জেলা হতে ভার্চুয়ালি যোগদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা। এসময় নীলফামারী দাবা ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।