ময়মনসিংহে করোনায় ১০ বছরের শিশুসহ ৪ জনের মৃত্যু
রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১০ বছরের শিশুসহ করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় নতুন করোনা শনাক্ত হয়েছেন ৫৭ জন।
বুধবার (২৩ জুন) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের দীপক সাহা (৫০), ত্রিশালের সানিয়া (১০), শেপুরের মনিরুজ্জামান (৫২), নেত্রকোনার মমতা তালুকদার (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, নেত্রকোনার মমতা তালুকদার সাধারণ বেডে ও অন্য তিনজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে গত ২৪ ঘন্টায়
এদিকে হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের সাধারন বেডে ১৫৯ জন ওয আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন আছেন।