রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বিকাশ রংপুর অঞ্চলের ব্যবস্থাপকের বিশেষ উদ্যোগ : হাসি ফুটল প্রতিবন্ধী মানুষটির মুখে
বিকাশ রংপুর অঞ্চলের ব্যবস্থাপক কাজী সাইফুর রহমান একটা হুইল চেয়ার দেয়ার জন্য একজন অসহায় মানুষকে খুঁজছিলেন। অপরদিকে কবি নাসরিন নাজ একজন অসহায় মানুষের ছবি ফেসবুকে দিয়ে একটা হুইল চেয়ারের আবেদন জানিয়েছিলেন । আর বিষয়টির সমন্বয় করলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ পিপিএম।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ পিপিএম বলেন, ছোট্ট একটা উদ্যোগে একজন প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফুটল। মাঝখানে আমি শুধু সমন্বয়টা করে দিলাম। হুইল চেয়ারটি পাওয়ার পরে প্রতিবন্ধী মানুষটির চোখে মুখে সে কি আনন্দ, আর অপার কৃতজ্ঞতাবোধ। চলাফেরা তার জন্য এখন অনেক সহজ হলো ।