পঞ্চগড়ে করোনায় নারীর মৃত্যু
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
পঞ্চগড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আফরোজা বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার সকাল ১১ টার দিকে মারা যান আফরোজা। তিনি ওই এলাকার তরিকুল ইসলামের স্ত্রী।
করোনার দ্বিতীয় ঢেউয়ে জেলায় এটাই প্রথম মৃত্যু। এ নিয়ে পঞ্চগড়ে করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ২১ জনে।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ১৪ জুন ওই নারীর নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৬ জুন পজিটিভ আসে