শিরোনাম

South east bank ad

ধোপাদিঘী রক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজের অগ্রগতি পরিদর্শনে প্রবাসীকল্যাণ মন্ত্রী

 প্রকাশ: ২১ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

দখলে-দূষণে অস্তিত্ব সঙ্কটে থাকা সিলেট নগরের ধোপাদিঘীর অনেকাংশ ভরাট করে ধোপাদিঘী রক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজ করছে সিলেট সিটি করপোরেশন। আজ সোমবার (২১ জুন) সকালে সিলেট নগরের ঐতিহ্যবাহী ধোপাদিঘী সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ধোপাদীঘি প্রকল্পের কাজ ২০২০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ধোপাদিঘী উন্নয়ন প্রকল্প ঘুরে দেখান। এসময় মন্ত্রী সিলেটের উন্নয়ন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবরসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিকল্পনা অনুযায়ী প্রায় ৩ দশমিক ৭৫ একর আয়তনের এ দীঘির চারপাশে ১১শ মিটার ওয়াকওয়ে নির্মাণ করছে সিটি করপোরেশন। সেইসঙ্গে দর্শনার্থীদের বসার জন্য বেঞ্চ, শিশুদের খেলার জায়গা, পুকুরে নামার জন্য দু’টি দৃষ্টিনন্দন ঘাট রয়েছে। এরই মধ্যে প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: