শিরোনাম

South east bank ad

গৌরীপুরে নতুন ঘর পেলেন ২৫টি ভূমি ও গৃহহীন পরিবার

 প্রকাশ: ২০ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার (গৌরীপুর):

মুজিববর্ষে সারাদেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমিসহ সেমিপাকা বাড়ি পেলেন আরও ২৫টি ভূমি ও গৃহহীন অসহায় পরিবার।

রবিবার (২০জুন) বেলা ১১ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৫৩ হাজার পরিবারকে জমিসহ ঘর বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এর পরেই গৌরীপুর উপজেলা পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে স্থানীয় ২৫টি পরিবারের উপকারভোগীর হাতে ঘরের চাবি, জমির দলিল, মাঠপর্চা, দাখিলা, ডিসিআর তুলে দেয়া হয়। স্বপ্নের ঠিকানা বুঝে পেয়ে এসময় উপকারভোগীদের মাঝে আনন্দ বিরাজ করতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমানের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদ প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও সুবিধাভোগীরা।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের সার্বিক দিকনির্দেশনায় প্রত্যেক সুবিধাভোগীর নামে ২ শতাংশ সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক কবুলিয়ত দলিল রেজিস্ট্রেশন, নামজারি সম্পন্নকরণ ও গৃহ প্রদানের সনদ সুবিধাভোগীদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয় হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান জানান ২য় ধাপে উপজেলার ভাংনামারী ইউনিয়নে ১০ জন, ২নং গৌরীপুর ইউপিতে ০৮ জন, সহনাটি ০২ জন, মইলাকান্দা ০১ জন ও মাওহা ইউনিয়নে ০৪ জনকে ঘর হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: