ময়মনসিংহে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করলেন পুলিশ সুপার
ময়মনসিংহ শহরের ধর্মসভা দুর্গাবাড়ি গ্রন্থাগারে "বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার" এর উদ্ধোধন করেন ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমিনুল হক শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাবাড়ি ধর্মসভার সভাপতি বিমল কান্তি দে । উল্লেখ্য, পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহ জেলা পুলিশ "বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার" টি স্থাপনে সহায়তা করেছে।