হালুয়াঘাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
এইচ. এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার ধারা ইউনিয়নের বীরগুছিনা গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র সানজিল আহমেদ (২২)। সে ধারা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো।
সূত্রে জানা জানায়, শুক্রবার (১৮জুন) দুপুরে ঢাকা থেকে হালুয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের দ্রুতগামী একটি বাস ধারা বাজার সংলগ্ন বীরগুছিনা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে সানজিল আহমেদের মাথা দেহ থেকে ছিন্ন-ভিন্ন হয়ে যায়। পরে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে হালুয়াঘাট থানা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধ পরিস্থিতি স্বাভাবিক হয়।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক বাসটিকে আটক করা যায়নি।