আটোয়ারীতে গাজা সেবনের দায়ে যুবকের কারাদন্ড
মাসুদ রানা (আটোয়ারী):
পঞ্চগড়ের আটোয়ারীতে গাজা সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদন্ড হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নির্দেশে বৃহস্পতিবার (১৭ জুন) দিবাগত রাতে এসআই প্রদীপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি রাত্রী কালীন টহল দল বের হয়। রাত প্রায় ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জুয়েল দাসের পুত্র শুভ দাস (২০) গাজা সেবন করে এলাকায় মাতলামি করার সময় পুলিশের টহল দল আটক করে। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান গাজা সেবনের অপরাধে শুভ দাসকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।